লেনদেন সংক্রান্ত সতর্কবার্তা
বিদেশগামী প্রার্থীদের মেডিকেল চেকআপ করার জন্য নির্ধারিত ফির অতিরিক্ত কোনো প্রকার লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
অতিরিক্ত অর্থের জন্য যেকোনো রূপ অনুরোধ, অর্থ প্রদান ও গ্রহণ করা অত্র প্রতিষ্ঠানের সুস্পষ্ট নীতিমালার লঙ্ঘন ও অপরাধ।
আপনার নিকট কেউ কোনরূপ অতিরিক্ত অর্থ দাবি করলে নিম্নলিখিত WhatsApp number এ অভিযোগের বর্ণনা ও ভুক্তভোগীর মোবাইল নাম্বার সহ খুদেবার্তা (Message) এর মাধ্যমে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
শুধুমাত্র হোয়াটসঅ্যাপ Message এর মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। বার্তা প্রাপ্তির প্রেক্ষিতে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে।
আপনার সহযোগিতাই একান্ত কাম্য।
Transaction Warnings
Candidates going abroad are specifically requested not to make any transaction in excess of the prescribed fee for medical checkup.
Requesting, paying and accepting any form of extra money is a violation of this organization's explicit policies and is a crime.
If someone demands any additional money from you, it is specially requested to notify the following WhatsApp number through a short message with the description of the complaint and the mobile number of the victim.
Requested to communicate through WhatsApp Message only. Our representative will contact you after receiving the message.
Your cooperation is highly desired.